হাঁসখালি ধর্ষণকাণ্ডকে ঘিরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা প্রাঙ্গণে বেফাঁস মন্তব্য করেছেন, বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলি। এবারে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যকে ঘিরে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাই কোর্টে মামলার আর্জি জানালেন। মঙ্গলবার সকালে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন জানিয়েছেন।
আদালত স্বতঃপ্রণোদিত মামলার প্রসঙ্গে জানিয়েছে, ‘আগে আবেদন জমা দিন। তারপর বিবেচনা করে দেখছি।’ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বলেন, ”আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন…না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে… আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।” সেইসঙ্গে তিনি আরও বলেন, ”অন্যায় করলে শাস্তি হবে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এবং সেটা কোনও রাজনৈতিক রং না দেখেই।”
মুখ্যমন্ত্রী কাছ থেকে এমন বক্তব্য শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করেছে। এবারে এই ইস্যুতে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখার্জিও। বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর রুচিবোধ ও সংবেদনশীলতাকে ঘিরে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী হলেন ধর্ষকদের চৌকিদার।’ ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বাংলা মেয়ের মুখে এইতো ভাষা।’