মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভবনা প্রবল। প্রশাসন সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটে নাগাদ মোদী-মমতা বৈঠক হতে পারে। লোকসভা ভোটের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। তাহলে কি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারের সম্ভাবনার আবহে ‘অন্য সমীকরণ’ খুঁজতে দিল্লি ছুটছেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন।Ads code goes here

প্রসঙ্গত, আচমকাই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর দিল্লিতে থাকার সম্ভাবনা । ঠিক কোন কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী রাজধানী যাত্রা তার আগাম কোনও খবর নেই প্রশাসনের কাছে। রাজনৈতিক মহলে আলোচনা রাজীব কুমারের (Rajiv Kumar) গ্রেফতারী আটকাতে শেষ চেষ্টার লক্ষ্যেই তাঁর রাজধানী যাত্রা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.