‘বিন্দুমাত্র সততা নেই মমতার’, ফেসবুক পোস্ট তসলিমার, তোপ হাসিনা-খালেদাকেও

অন্যায় দেখলেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন লেখিকা তসলিমা নাসরিন। অনেকেই তসলিমা নাসরিনের পোস্ট বিশেষ পছন্দ করেন না। তার কারণ হিসেবে বিভিন্ন মহলের দাবি, তসলিমা ক্ষমতাবানদের তোষামোদ করেন না। আবার অনেকেই রয়েছেন, যারা তসলিমার বক্তব্যকে ও সাহসকে কুর্নিশ জানান। বিভিন্ন সময়ই তসলিমার ফেসবুকের লেখাকে ঘিরে শোরগোল হয়। কিছুদিন আগেও বাংলাদেশে টিপ বিতর্ককে ঘিরে মুখ খুলেছিলেন তসলিমা।

এবারে ফেসবুকে তসলিমা নাসরিন দুই বাংলার তিন নারীকে নিশানা করে মন্তব্য করলেন। তিনি লিখেছেন, ”আমার প্রিয় শহরগুলোর মধ্যে অন্যতম ময়মনসিংহ, ঢাকা, কলকাতা। এই তিনটে শহরে আমার প্রবেশ নিষিদ্ধ যাঁরা করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই নারী। খালেদা, হাসিনা, মমতা। আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নারীর সমানাধিকারের পক্ষে আজ চার দশকের বেশি লিখছি। আমি কাউকে মারিনি, ধরিনি, কাটিনি। নারীর পক্ষে লিখি। মানবতার পক্ষে লিখি। ওই তিন নারী যখন নারীর অধিকারের পক্ষে কথা বলেন, বাক স্বাধীনতার পক্ষে কথা বলেন, আর লোকেরা তাদের কথায় বেশ হাততালি দেয়, তাদের সুখ্যাতি গায়- আমার বড্ড হাসি পায়।”

এরপর লেখিকা কটাক্ষের সুরে লিখেছেন, ”আগে রাগ হতো, এখন হাসি পায়। সুখ্যাতি গাওয়া লোকেদের কপটতা দেখে হাসি তো পাবেই। ওই নারী শাসকদের কথায় আজকাল হাসিও পায় না। দিনে দিনে এইটুকু বুঝেছি, সততা বলতে ওঁদের মধ্যে কিছু নেই। রাজনীতি করতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার, সততা, সেটিকে ওরা অনেক আগেই সস্তায় বিক্রি করে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.