ভবানী মুন্ডা, তিনি ডুয়ার্সের কৃতি ছাত্রী। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তিনি বঙ্গরত্নও পেয়েছিলেন। ফুটবল পায়ে নিয়ে পেয়েছিলেন বহু পুরস্কার। কিন্তু, সেই সমস্ত পুরস্কারই ধুলোয় ঢাকা পড়ে গেছে। এই অবস্থায় পেটের জবাব দিতে তিনি চায়ের দোকান খুলেছেন। এই চায়ের দোকানের সাহায্যের তাঁর কোনোরকমে দিন চলছে। তবে, তিনি তাঁর দক্ষতায় মরিচা পড়তে দেননি। ডুয়ার্সের কোণায় কোণায় সমাজের চাপে চাপা পড়ে থাকা প্রতিভাকে খুঁজে খুঁজে আনেন তিনি।
ডুয়ার্সের ভবানী মুন্ডা বর্তমানে কালচিনিতে চায়ের দোকান বানিয়ে দৈনিক অর্থ উপার্জন করেন। তিনি একটিই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে পাহাড়ি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা প্রকাশ্যে আসার সুযোগ পান। তিনি ইতিমধ্যে একটি মহিলা ফুটবল টিমও তৈরি করেছেন, তাঁর নাম কালচিনি ডুয়ার্স। উল্লেখ্য, প্রত্যেক খেলোয়াড়রাই চা বাগানের শ্রমিকের সন্তান।
ভবানীর কথায়, পাহাড়ি অঞ্চলে অনেকের মধ্যেই প্রতিভা রয়েছে। কিন্তু, আর্থিক অনটনের কারণে তাঁরা খেলার অংশ হতে পারে না। তাঁদের সেই অপূর্ণ ইচ্ছা পূরণের উদ্দেশ্যেই ভবানীর এই পদক্ষেপ। এদিকে, তাঁর দাবি, নিজের কাজ নিয়ে, নিজের জীবনযাপনকে কেন্দ্র করে কোনো আক্ষেপ নেই। তবে, তিনি এইজন্যই তিনি একটি সরকারি কাজ চান যাতে আর্থিক সমস্যার অভাবে তাঁর দলটির কাজ থেমে না থাকে।
2022-04-26