প্রকাশ্যে এলো এমন তথ্য, যে তথ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম প্রথমে আসবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, হ্যাঁ করোনার আবহে ঠিক এমনটাই ঘটেছে, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার তালিকায় সবাইকে পিছনে ফেলে এগিয়ে বাংলা। একুশ বছর বয়সে পা দেওয়ার আগেই ৪৫%-এরও বেশি মেয়েদের বিয়ে হয়ে যায়। এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল রাজ্যজুড়ে।সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’ -এর ২০১৯ সালের পরিসংখ্যান। এই পরিসংখ্যান পেশ করেছেন রেজিস্ট্রার জেনারেল। উল্লেখ্য, আদমশুমারি বাদ দিয়ে আর কোনো তথ্যের পরিসংখ্যানে যদি নির্ভর করা যায় সেটি হল ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’। এই পরিসংখ্যানেই ধরা পড়েছে, কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার নিরিখে অন্য রাজ্যগুলোকে পিছনে ফেলে সর্বোচ্চ স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ।এই পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে জাতীয় স্তরে মেয়েদের বিয়ের বয়সের গড়। এই পরিসখ্যান অনুযায়ী, দেশজুড়ে মেয়েদের বিয়ের গড় বয়স ২১.১ বছর। সেখানে ২৪.২ বছর ও ২৪.১ বছর গড় বয়স নিয়ে চলছে যথাক্রমে পাঞ্জাব ও দিল্লি। এমনকি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের পরিসংখ্যানও পশ্চিমবঙ্গের তুলনায় উন্নত। উল্লেখ্য, সব থেকে কম বিয়ের গড় বয়স তথা ২১ বছর বয়স নিয়ে কম বয়সে বিয়ে করার তালিকায় এগিয়ে বাংলা।
2022-03-26