বাংলার জলকন্যা সায়নী দাস এবারে মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করলেন। সায়নী দাস শুধু ভারতেই নয়, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে মালোকাই চ্যানেল জয় করে নতুন নজির সৃষ্টি করলেন। সায়নী জয়লাভ করার পর সেখান থেকেই ভারতের পতাকা তুলে ধরলেন।
শুক্রবার সকালে, সায়নীর বাবা তথা কোচ রাধেশ্যাম দাস মার্কিন মুলুক থেকে ফোন করে মেয়ের ইতিহাস সৃষ্টির কথা সকলের সঙ্গে শেয়ার করেন। সায়নী দাস, পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুইপুরের বাসিন্দা। তার সাঁতারে হাতে খড়ি হয়েছে ছোট বয়স থেকেই, বাবা রাধেশ্যাম দাসের মাধ্যমে। সায়নী ২০১৭ সালে ইংলিশ চ্যানেল, ২০১৮ সালে রটনেস্ট, ২০১৯ সালে ক্যাটলিনার জলে নামেন। জানা গেছে, সায়নীর মালোকাইতে নামার কথা ছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি অনুমতি পাননি।
এরপর ২৬ থেকে ২৭ শে এপ্রিলের মধ্যে জলে নামার অনুমতি পান। জলে নেমেই সায়নী স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যান। তবে এবারে জলের সঙ্গে লড়াইটা মোটেই সহজ ছিল না। কারণ, মালোকাই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ২৬ মাইল। সেই সঙ্গে রয়েছে ভয়ঙ্কর হাঙ্গরের উৎপাত। যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে সমস্ত বাধাকে অতিক্রম করে ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গেলেন সায়নী দাস।