করোনার মহামারি আতঙ্কে এখনো হুঁশ ফেরেনি বহু মানুষের। এখনো বাজারে গায়ে গা ঘেঁষে চলছে কেনাকাটা। শুধু তাই নয় পথে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যুবকরা। জাতীয় সড়কে চলছে গাড়ি। এই ঘটনা মালদা (Malda) জেলার।
করোনা ভাইরাসের (Corona virus) জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মালদার নেতাজীপুর বাজারে (Netajipur Market) দুরত্ব বজায় না রেখে পাশাপাশি দাঁড়িয়ে বাজার করলেন ক্রেতারা। আর এর ফলে ভাইরাস ছড়ানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে। মাসের প্রথমে এই বাজারে জনসাধারনের পাশাপাশি দাঁড়িয়ে বাজার দেখে হতবাক সচেতন মানুষ। অন্যদিকে জেলার পথে ঘাটে মোটর বাইক দাপিয়ে ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছে যুবকদের। জাতীয় সড়কেও চলছে গাড়ি।