মালদহ বোমা বিস্ফোরণ কাণ্ডে এবার এনআইএ তদন্তের দাবি করা হল। এই আবেদন মূলত করা হয়েছে একটি জনস্বার্থ মামলা দায়ের করার মাধ্যমে। এই মামলাকে কেন্দ্র করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী অরিজিৎ মজুমদার। এই মামলা প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আবেদনটিকে কেন্দ্র করে বিবেচনা করা হবে।
এনআইএ তদন্তের আবেদন করা হয়েছে গত সপ্তাহে রবিবারে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনাটিকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকায়। এই এলাকারই বাসিন্দা নিখিল সাহা। তাঁর বাড়ির পিছনেই খেলতে থাকা শিশু খেলার বল ভেবে একগুচ্ছ পড়ে থাকা বোমাকে নিয়ে খেলতে শুরু করে। এরপরেই ঘটে বিপত্তি।
নিখিল সাহার বাড়ির পিছনে থাকা আমবাগানে মোট ৫ জন বালক খেলা করছিল বলে জানা গেছে। হঠাৎই খেলতে খেলতে ব্যাগের মধ্যে পড়ে থাকা বোমাগুলি নিয়ে বলে ভেবে খেলতে শুরু কর। তারা যেই না সেই বোমাগুলিকে নিয়ে ছোঁড়াছুঁড়ি শুরু করে, বোমাগুলি ফেটে যায় ও বালকেরা জখম হয়ে পড়ে। এর মধ্যে তিন বালক তথা পল্টু সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আবদুর রাহানের (১০) শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গেছে।
2022-04-27