ইসলাম ছাড়ার প্রবণতা রুখতে কঠোর হলো মালয়েশিয়া, শরিয়ার নতুন সংস্করণ প্রবর্তন হলো কেলান্তান প্রদেশে, ধৰ্ম ধর্ম ত্যাগ করলেই হবে জেল ও জরিমানা, ট্যাটু ও প্লাষ্টিক সার্জারি ‘হারাম’ বলে গণ্য হবে

বিভিন্ন সমীক্ষায় প্রকাশ যে বিভিন্ন আরব দেশের ৫০% জনগণ ইসলাম ধর্মে বিশ্বাস হারিয়ে ফেলেছেন ।
প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একই চিত্র, মুসলিম জনগণ ওই আব্রাহামিক ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করছেন । ইসলামকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রশক্তির কাছে এই প্রবণতা মাথা ব্যাথার কারণ হিসেবে দেখা যাচ্ছে । শাসক সম্প্রদায় ধর্মীয় সংস্কারের ডাক দিচ্ছেন এই ভেবে যে লোকজন ইসলাম ত্যাগ করলে ধর্মের জিগির দিয়ে রাজ্য চালায় তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।

কঠোর ইসলামী শরীয়ত আইন (Islamic Sharia Law) বলবৎ করা হলো মালয়েশিয়ার কেলান্তান প্রদেশ (Kelantan State of Malaysia)।
কেলান্তান শারিয়া ক্রিমিনাল কোড (Kelantan Sharia Criminal Code ) অনুযায়ী যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য যে কোনো ধর্ম গ্রহণ করে তাহলে তার সর্বোচ্চ তিন বছরের সশ্রম (3 years of Rigorous Imprisonment বা RI) কারাদণ্ড ও এরই সাথে ৫০০০ রিংগিট (মালয়েশিয়ার মুদ্রা /5000 Malayasian Ringgit or US $ 1202) জরিমানা দিতে হবে।

নতুন আইনে, ইসলাম ত্যাগ করলে জেল বা জরিমানা তো হবেই , এছাড়াও বলা হয়েছে যে রমজান মাসকে অশ্রদ্ধা করা যাবেনা , ইসলামিক শিক্ষাকে সম্মান দিতে হবে , শরীরের কোনো অংশে ট্যাটু (Tatto) করা যাবেনা ও শরীরে প্লাষ্টিক সার্জারি (Plastic Surgery) করা যাবেনা।

তবে মালয়েশিয়ার বিভিন্ন মানবধিকার সংগঠন এই নতুন আইনের তীব্র বিরোধিতা করেছে।তাদের বক্তব্য এই আইন মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দু (Hindu) ও খৃষ্টানদের (Christian) প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিপদে ফেলার জন্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.