‘আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। নাহলে অপহরণ করে নিয়ে যাব’। রাঁচির একটি সরকারি স্কুলে ঢুকে ছুরি দেখিয়ে ছাত্রীদের এমনই হুমকি দিল কয়েকজন মুসলিম যুবক। আতঙ্কিত ছাত্রীদের বাঁচাতে অন্যান্য ছাত্র এবং শিক্ষকরা এগিয়ে এলে তাঁদেরও নাকি হুমকি দেওয়া হয়। এই ঘটনার পরেই লাভ জিহাদে’ র অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি।
স্কুলের ছাত্রীদের অভিযোগ, হিন্দু এবং আদিবাসী মেয়েদের ক্রমাগত এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা তাদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে বাধ্য করছে কম বয়সি হিন্দু মেয়েদের। এদিকে ছাত্রীদের এবং স্কুল ম্যানেজমেন্টের লিখিত অভিযোগের পর পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। ঘটনা তদন্তের স্বার্থে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
রাজ্যের বিরোধী দল বিজেপি এই ইস্যুতে হেমন্ত সোরেনের সরকারকে আক্রমণ শানিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে লাভ জিহাদ এবং গুন্ডামির ঘটনা ক্রমাগত বাড়ছে। বিজেপি বলছে, ‘কিছু হতাশ মুসলিম পুরুষ হিন্দু মেয়েদের টার্গেট করছে আর সরকার চুপচাপ বসে বসে দেখছে।’
রাঁচির সিনিয়র পুলিশ অফিসার নওশাদ আলম এই ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টিকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করা অর্থহীন। এখানকার মানুষ বুদ্ধিমান। পুলিশ নিরপরাধকে স্পর্শ করবে না কিন্তু দোষীরাও রেহাই পাবে না।’