প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প মুম্বাই – আমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে মহারাষ্ট্র সরকার। সম্প্রতি বাজেটে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৫৬০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ৫০০ কিলোমিটার ব্যাপী এই অত্যাধুনিক রেল পরিষেবা তৈরীর দায়িত্বে রয়েছে জাপানি সংস্থা জাইকা। ৫০ শতাংশ শেয়ার থাকছে ভারতীয় রেলের হাতে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। কিন্তু গুজরাটের সঙ্গে মহারাষ্ট্র সরকার এবার বুলেট ট্রেন প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে যৌথভাবে এই প্রকল্পে এক হাজার কোটি টাকা দেবেন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির (BJP) সঙ্গ ছেড়ে কংগ্রেস ও এনসিপি-কে নিয়ে উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করলেও, বেশকিছু বৃহৎ ইস্যুতে মোদি সরকারকে সমর্থন দিয়েছে শিবসেনা। বিগত শীতকালীন অধিবেশনে নাগরিক সংশোধনী আইন নিয়ে তামাম বিরোধী শিবির তার বিরোধিতা করলেও শিবসেনা (Shivsena) লোকসভা ও রাজ্যসভার দু’কক্ষেই সমর্থন জানিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে রামমন্দির ট্রাস্ট গঠনের ঘোষণা করলে, তাতেও সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন উদ্ভব ঠাকরে (Udhbbhav Thakrey)।