করোনাভাইরাসের প্রকোপে দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ১ মে, শুক্রবার ‘মহারাষ্ট্র দিবস’। এদিন ‘মহারাষ্ট্র দিবস’ উপলক্ষে রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাত্ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
‘মহারাষ্ট্র দিবস’ উপলক্ষে শুক্রবার সকালেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখেই সৌজন্য সাক্ষাত্ করেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এদিন সকালে রাজভবনে প্রায় ২০ মিনিট ছিলেন উদ্ধব। মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
রাকেশ।