প্রায় ৪০ বছর ধরে পাঞ্জাব শাসন করেছিলেন মহারাজা রঞ্জিৎ সিং। সেই মহারাজার মূর্তি গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানে। শনিবার সেই লাহোর ফোর্টে থাকা মূর্তিটি ভেঙে দেওয়া হয়েছে।
৯ ফুট উঁচু মূর্তিটি গত জুনেই উদ্বোধন করা হয়েছিল। মহারাজের ১৮০ তম জন্মজয়নন্তী উপলক্ষে প্রতিষ্ঠিত হয় সেটি। তিনিই ছিলেন পঞ্জাবের প্রথম রাজা। ১৯ শতকে ভারতের উত্তর-পূর্বে শাসন চালাতেন তিনি। ১৮৩৯-এ তাঁর মৃত্যু হয়।
এদিনের ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের গ্রেফতার করেছে লাহোর পুলিশ। ধৃতরা তেহেরিক লিবায়েক পাকিস্তানের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ।
পরিস্থিতি বিবেচনা করে লাহোর দূর্গের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। প্রশাসনিক তরফে এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ইদের পরে মূর্তি মেরামতির কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। তারপরেই লাহোর ফোর্টের দরজা সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাজার প্রিয় আরবি ঘোড়া কাহার বাহারের পিঠে চেপে রয়েছেন মহারাজ। এমন মূর্তিই ছিল সেখানে।
অন্যদিকে, পাকিস্তানের ফকির খানা মিউজিয়ামের ডিরেক্টর ফকির সইফুদ্দিনের দাবি, এই খবর ভুয়ো। কয়েকজন মূর্তিটির ক্ষতি করার চেষ্টা করলেও, শেষমেস তা করা সম্ভব হয়নি। মূর্তিটি আগের মতই আছে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের পর থেকেই নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে পাকিস্তান। রাগেই এমন ঘটনা কিনা তা স্পষ্ট নয়।