এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় অভিযুক্তর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার। প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত মোট ৭ জন (দুই নাবালক সহ)। নির্যাতিতাকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্যপ্রদেশের গুনা জেলা। সূত্রের খবর, গত শুক্রবার সকালে মন্দিরের পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিশোরী। রাস্তা থেকেই তাকে অপহরণ করা হয়। তারর কিশোরীকে গণধর্ষণ করে বেধরক মারধর করে অভিযুক্তরা। পরবর্তীতে রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় মেয়েকে উদ্ধার করেন নির্যাতিতার বাবা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই দুই নাবালক সহ রামজীবন মিনা, মোহিত মিনা এবং সঞ্জয় মালি নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসনের আধিকারিক বলেন, ‘আহত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করার পর তাকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক পরিস্থিতি আরো অবনতি হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজনের মধ্যে পাঁচ জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। বাকি দুজনের উদ্দেশ্যে তল্লাশি অভিযান করা হচ্ছে’।
ইতিমধ্যে তিন অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। এক্ষেত্রে অতীতেও এভাবেই অভিযুক্তদের ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার উদাহরণ মেলে যোগীরাজ্য থেকে। এবার মধ্যপ্রদেশেও সেই একই সংস্কৃতি দেখা গেল। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, এক্ষেত্রে অভিযুক্তদের বেআইনি নির্মাণই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।