বামেদের দস্যু বললেন নোবেল (Nobel) জয়ী বৈজ্ঞানিক। একই সঙ্গে তারা যে আইনের শাসন শিকেয় তুলেছে সে কথাও বলে গেলেন নোবেল লরিয়েট মাইকেল লেভিট (Maichel Levett)। কেরলের আলপুজায়, কেরল সরকারের অতিথি হয়ে এসেছেন আমেরিকার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ২০১৩ সালের নোবেল জয়ী বিজ্ঞানী। বুধবারের বনধে তাঁকে আটকে দেয় বনধ সমর্থনকারী বাম কর্মীরা। কাইকানার ব্যাক ওয়াটারে আটকে থেকে নিজের অনুভুতি লিখিত ভাবে তাঁর ট্যুর অপারেটরকে জানিয়েছেন এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী। ইমেইল করে লেভিট লিখেছেন, তাঁর মনে হচ্ছে দস্যুরা তাঁকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে রেখেছে। একই সঙ্গে তাঁর মন্তব্য, এখানের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।
যারা তাঁকে আটকে ছিল তারা তাঁর কোনও যুক্তি শুনতে চায়নি বলেও অভিযোগ করেছেন মাইকেল লেভিট। তিনি জানিয়েছেন, বনধ সমর্থনকারীদের বারংবার বলা সত্ত্বেও যে তিনি সরকারি অতিথি, তারা সে কথায় কর্ণপাত করেনি। এমনকি ট্যুরিজম বনধের আওতার বাইরে (আগেই ঘোষণা করা হয়েছিল), এ কথা বলা সত্ত্বেও তাঁকে রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নোবেল লরিয়েট। কেরল সরকারের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার নিন্দা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সরকারের তরফে জানানে হয়েছে।