ভোটের মধ্যেই বাড়ল রান্নার গ্যাসের দাম। পয়লা মে থেকেই বর্ধিত দাম কার্যকর হবে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন তাদের ওয়েব সাইটে জানিয়েছে, ভরতুকিযুক্ত গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে দিল্লিতে দাম বাড়বে ২৮ পয়সা ও মুম্বইতে বাড়বে ২৯ পয়সা। ওই সিলিন্ডারগুলির ওজন ১৪.২ কিলোগ্রাম করে।

চার মহানগরীতে ভরতুকিবিহীন সিলিন্ডারে দাম বেড়েছে ছ’টাকা করে। এখন দিল্লিতে ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম ৭১২ টাকা ৫০ পয়সা, কলকাতায় ৭৩৮ টাকা ৫০ পয়সা, মুম্বইতে ৬৮৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ৭২৮ টাকা।

দিল্লিতে ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৬ টাকা ১৪ পয়সা, কলকাতায় ৪৯৯ টাকা ২৯ পয়সা, মুম্বইতে ৪৯৩ টাকা ৮৬ পয়সা এবং চেন্নাইতে ৪৮৪ টাকা ২ পয়সা। চলতি বছরে ভরতুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৯৬ টাকা থেকে ৯৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত। ভরতুকিযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে ওই সময় দাম কমেছে চার টাকা ৭১ পয়সা থেকে চার টাকা ৮৩ পয়সা পর্যন্ত।

বর্তমানে সরকার প্রতিটি বাড়িতে বছরে ১২ টি করে সিলিন্ডার ভরতুকিতে দেয়। সেই সিলিন্ডারগুলির প্রতিটির ওজন ১৪.২ কেজি। ভরতুকির টাকা সরকার পাঠিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর বেশি সিলিন্ডার কিনতে হলে পুরো দাম দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.