পুজোয় বৃষ্টির ভ্রকুটি! বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার পরোক্ষ প্রভাবে পুজোর কয়েকটি দিন কিছুটা বৃষ্টি হবে রাজ্যে। এমনটাই এখনও মনে করছেন আবহাওয়াবিদরা।
মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বের হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। এটি রাজ্যের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে যাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ জি সি দাস জানিয়েছেন।
অক্ষরেখার প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর সময়। সোমবারও দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও বজ্রমেঘ থেকে বৃষ্টিও হয়েছে।