৫ বার বিয়ের পর আবার একটা মেয়েকে অপহরণ করল লাভ জেহাদী: অন্য মেয়েকেও নিয়ে যাওয়ার হুমকি বাবা মাকে
লাভ জেহাদ বর্তমানে ভারতের এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোনো রাজ্যই এই সমস্যা থেকে মুক্ত নয়। প্রতিটি রাজ্যেই একের পর এক হিন্দু মেয়ে লাভ জেহাদের খপ্পরে পরে জীবন হারাচ্ছে।
এবার উত্তরপ্রদেশের শামলি জেলার অন্তর্গত রশিদ নামে এক মুসলিম ব্যক্তি, একজন হিন্দু মেয়েকে অপহরণ করে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার পর তাকে বিয়ে করেছে বলে অভিযোগ উঠলো। শুক্রবার সন্ধ্যায় হিন্দু ধর্ম প্রচারক যশবীর সিং এবং বজরং দলের সদস্যরা বাবরি থানায় এর বিরুদ্ধে প্রতিবাদ করে।
জানা গেছে ব্যক্তিটি, ইতিমধ্যে পাঁচবার বিবাহিত হলেও এখন একটি ভিন্ন ধর্মের একজন ১৯ বছর বয়সী মেয়েকে অপহরণ করেছে এবং তার ধর্ম পরিবর্তন করার পরে তাকে বিয়ে করেছে। চার দিন আগে ওই মেয়েটি তার মামার বাড়ি থেকে নিখোঁজ হয়। মেয়েটার বাবা-মা এফআইআর দায়ের করতে গেলে রশিদ তার অন্য মেয়েদেরও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
উল্লেখ্য যে রশিদ এর আগে পাঁচবার বিয়ে করেছে। তার স্ত্রীদের একজন মুসলমান, আর চারজন হিন্দু।
শামলির বাঘরা আশ্রমের প্রচারক যশবীর সিং সতর্কবার্তা জারি করেছেন যে মহিলাটিকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে হবে, অন্যথায় ২২শে জুন শামলীর আদমাপুর গ্রামে হিন্দু সংগঠনগুলির একটি মহাসভা অনুষ্ঠিত হবে। তিনি এবং বিভিন্ন হিন্দু সংগঠনগুলি বিষয়টিকে “লাভ জেহাদ” বলে অভিহিত করে যথাযথ প্রতিকার দাবি করেন।
তাঁরা বলেন যে মুসলিম ব্যক্তিটি মেয়েটিকে অপহরণ করেছে এবং তারপর জোর করে তার ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করেছে। তারা এর প্রতিকার চায়।
পুলিশ এখনও পর্যন্ত অপহৃতা মেয়েটিকে উদ্ধার বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।