বিহারে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে লোক জনশক্তি পার্টির মধ্যে রবিবার আসন সমঝোতা চূড়ান্ত হল।
বিহারের ৪০ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ উভয়েই ১৭ টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এনডিএ শরিক এলজেপি ৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করা হয়।
এদিন জেডিইউ রাজ্য সভাপতি ভি নারায়ন সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা প্রতিদ্বন্দিতা করবেন বাল্মিকী নগর, সিতামারহি, ঝঞ্ঝার পুর, সিওয়াল, ভাগলপুর, কিষানগঞ্জ, সুপৌল, কাটিহার, মুঙ্গের, জেহানাবাদ, নালন্দা, গোপালগঞ্জ, মাধেপুর, বাংকা, গয়া, এবং কারাকাটি।
অন্যদিকে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বারভাঙ্গা, মুজাফফরপুর, বেগুসরাই, পাটনা সাহিব, পাটলিপুত্র, মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, বক্সার, ঔরঙ্গবাদ, শেহর, উজিয়ারপুর এবং মহারাজগঞ্জ।
পাশাপাশি এলজেপি বৈশাখী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া, নওয়াদা ও জামুই এলাকাগুলি থেকে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।