মহারাষ্ট্রের বরধায় একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের অভিযোগের কড়া জবাব দেন। ‘ শৌচালয় এর চৌকিদার ” বলে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিল। সেই আক্রমণের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ আপনাদের এই আক্রমণ আমার জন্য সন্মানের ব্যাপার। কারণ যখন আমি শৌচালয়ের চৌকিদার হিসেবে দেশের কোটি কোটি মা আর বোনেদের সন্মানের ও চৌকিদার হয়েছি। আপনাদের জন্য ওটা শুধু শৌচালয় হতে পারে, আমার কাছে ওটা আমার মা আর বোনেদের ইজ্জতের ঘর।”
প্রধানমন্ত্রী বলেন মহারাষ্ট্রে কংগ্রেস আর এনসিপি এর যত কুম্ভকর্ণের মত। যখন তাঁরা ক্ষমতায় আসে, তখন ৬-৬ মাসের জন্য ঘুমিয়ে পড়ে। ছয় মাসে একজনের ঘুম ভাঙে আবার জনতার টাকা খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই জনসভায় এমিস্যাট উপগ্রহের সফল উৎক্ষেপণে বৈজ্ঞানিকদের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের এমিস্যাট উপগ্রহর সফল উৎক্ষেপণ একত ঐতিহাসিক পদক্ষেপ।প্রধানমন্ত্রী বলেন, এই দেশে কোটি কোটি হিন্দুদের উপর সন্ত্রাসবাদের দাগ লাগানোর চেষ্টা করেছে কংগ্রেস। সুশীল কুমার শিন্ডে যখন ভারত সরকারের মন্ত্রী ছিলেন, তখন উনি মহারাষ্ট্রের মাটি থেকে হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে কথা তুলেছিলেন। হাজার হাজার বছরের ইতিহাসে হিন্দুরা কখনো সন্ত্রাসবাদের ঘটনা ঘটিয়েছে কখনো? ইংরেজ ইতিহাসবীদেরাও বলেছিলেন, হিন্দুরা কখনো হিংসাত্বক রুপ ধারণ করতে পারেনা।প্রধানমন্ত্রী বলেন, যারা ৭০ বছর পর্যন্ত গরীব দের গরীব বানিয়ে রেখেছিল, তাঁরা কখনই গরীবদের ভালো করতে পারবে না। এরা সেই মানুষ যারা, গরীবদের নামে পয়সা নিয়ে নিজদের সম্পত্তি বাড়িয়ে তোলে।