লকডাউন বাড়বে? আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

দেশজুড়ে লকডাউনের আবহেই শুক্রবার মধ্যরাতে কিছু ক্ষেত্রে হঠাত্‍ই নিয়ন্ত্রণ শিথিলের কথা ঘোষণা করে কেন্দ্র৷ পাড়ার ছোট দোকানগুলিকে ছাড়ের পাশাপাশি সেলুন খোলার ক্ষেত্রেও প্রথমে ছাড় দেওয়া হয়৷ পরে অবশ্য সেলুনকে ফের লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে৷ এহেন পরিস্থিতিতে রবিবার একলাফে দেশে ১ হাজার ৯৭৫ জন নতুন করোনা আক্রান্ত বেড়ে গিয়েছে৷ মাত্র ২৪ ঘণ্টায়৷ তাই লকডাউন ফের বাড়ানোর প্রয়োজন কি না, বাড়লেও কী ভাবে ও কতদিন, তা নিয়ে আজ অর্থাত্‍ সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ANI Digital@ani_digital

India fights COVID-19: PM Modi to interact with CMs today

Read @ANI Story | https://www.aninews.in/news/national/general-news/india-fights-covid-19-pm-modi-to-interact-with-cms-today20200427051550/ …

View image on Twitter

5157:20 AM – Apr 27, 2020Twitter Ads info and privacy66 people are talking about this

সকাল ১০টায় এই বৈঠক হবে৷ এই বৈঠকে লকডাউন বৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যগুলিতে টেস্টিংয়ের হার নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ এই নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তৃতীয় বৈঠক করবেন মোদি৷

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের কাছে৷ ৮২৬ জনের মৃত্যু হয়েছে৷ শনিবার রাত থেকে এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে৷ ২০ হাজার ১৭৭ জন অ্যাক্টিভ করোনা আক্রান্ত৷ তার মধ্যে ৫ হাজার ৯১৩ জনের করোনা সেরে গিয়েছে৷

সূত্রের খবর, দেশজুড়ে পুরোপুরি লকডাউন নাও উঠতে পারে৷ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সে ক্ষেত্রে গ্রিন জোনগুলিতে কিছু কিছু নিয়ম শিথিল করা হতে পারে৷ গত ২০ এপ্রিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি, ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান খোলারও অনুমতি দেওয়া হয় ।

ইতিমধ্যেই লরডাউন ধীরে ধীরে তোলার জন্য এগজিট প্ল্যান তৈরি করা শুরু করেছে কেন্দ্র৷ করোনা সংক্রমণ আটকাতে আরও কিছুদিন লকডাউন চালানোর পক্ষে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি ৷ গুজরাত, কর্ণাটক অপেক্ষা করছে কেন্দ্রের গাইডলাইনের জন্য৷ তেলঙ্গানা ইতিমধ্যেই ৭ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.