ওডিশায় করোনাভাইরাসের প্রকোপ এখনও থামেনি। বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তাই ওডিশার সমস্ত কন্টেইনমেন্ট জোনে কোভিড-১৯ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল নবীন পট্টনায়েক সরকার। ওডিশার সমস্ত কন্টেইনমেন্ট জোনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লাগু থাকবে লকডাউন। একইসঙ্গে ওডিশা সরকার জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত একাডেমিক প্রতিষ্ঠান। শনিবার ওডিশা সরকার জানিয়েছে, রাজ্যের সমস্ত কন্টেইনমেন্ট জোনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লাগু থাকবে লকডাউন। ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত একাডেমিক প্রতিষ্ঠানও। তবে, স্কুলগুলির তত্ত্বাবধানে ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়া হবে।
প্রসঙ্গত, ওডিশায় দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ওডিশায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে-২,৯০,১১৬ এবং ১,৩২০। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৪,৯০৫। ওডিশায় এযাবৎ সুস্থ হয়েছেন ২,৭৩,৮৩৮ জন করোনা-রোগী।
2020-10-31