বিহারে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রথমে ঠিক হয়েছিল ১৫ মে অবধি লকডাউন লাগু থাকবে বিহারে, কিন্তু লকডাউনের সুফল মিলছিল বিহারে, তাই আরও ১০ দিনের জন্য বাড়িয়ে ২৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় নীতিশ কুমার। ২৫ মে, মঙ্গলবার পর্যন্ত বিহারে লকডাউন লাগু থাকার কথা ছিল। কিন্তু, আরও একবার বাড়িয়ে আগামী ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল বিহারে।
সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, “করোনা-সংক্রমণের কারণে ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউন লাগু করা হয়েছিল। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোমবার ফের মন্ত্রিসভায় সদস্য এবং আধিকারিকদের সঙ্গে সমীক্ষা করা হয়েছে। লকডাউনের ভালো প্রভাব মিলছে এবং করোনা-সংক্রমণও কমছে। তাই ২৫ মে’র আগে এক সপ্তাহ অর্থাৎ ১ জুন অবধি লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
2021-05-24