এবার ভারত পেল অত্যাধুনিক স্নাইপার। এই স্নাইপার আমদানি করা হয়েছে ফিনল্যান্ড থেকে। এই স্নাইপার রাইফেল সীমান্তবর্তী এলাকায় স্নাইপারদের ক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হয়েছে। এই স্নাইপার রাইফেলটি সাকো.৩৩৮ টিআরজি-৪২ বিশিষ্ট। এই রাইফেলে বিশেষ বৈশিষ্ট হল ভালো রেঞ্জ থাকা এবং ভালো ফায়ার করা।
ভারতীয় সেনাবাহিনীতে ন্সাইপাররা বিশেষ অবদান রাখে। ২০১৮ সাল ও ২০১৯ সালই সেটার প্রমাণ। এই দুই সালে সীমান্তবর্তী এলাকায় এলওসি ও আইবি বরাবর হঠাই স্নাইপার সংক্রান্ত ঘটনাগুলির সংখ্যা বেড়ে গেছিল। এবার, সেই ধরণের পরিস্থিতিরই মোকাবিলা করতে স্নাইপারদের প্রয়োজনীয়তা বুঝতে পারা যায়। যার ফলস্বরূপ, ভারতীয় সেনাবাহিনীকে মজবুত করতে ভারতীয় স্নাইপারদের ক্ষমতা বৃদ্ধি করতে ফিনল্যান্ড থেকে আনানো হল স্নাইপার রাইফেল।
এর আগে ২০১৯ ও ২০২০ সালেও স্নাইপার রাইফেল আনার ব্যবস্থা করা হয়েছিল। সেই স্নাইপার রাইফেলগুলি ইতালি ও আমেরিকায় নির্মিত ছিল। সেগুলি ছিল যথাক্রমে সাকো রাইফেলস বেরেটার .৩৩৮ লাপুয়া ম্যাগনাম স্কর্পিও টিজিটি এবং বার্নেট-এর .৫০ ক্যালিবার এম ৯৫। উল্লেখ্য, ৬.৬৫ কেজি ওজন সম্পন্ন নয়া রাইফেলটি .৩৩৮ লাপুয়া ম্যাগনাম আকারের কার্তুজ গুলি চালাতে পারে এবং এই রাইফেলটি ১৩০০-১৬০০ মিটার রেঞ্জ সম্পন্ন।
2022-03-29