আপনি কি জানেন, ১৫ই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, অফিসিয়ালি যাকে বলে ‘Hoisting’, অথচ ২৬শে জানুয়ারি আমরা জাতীয় পতাকা ‘Unfurl’ করি।
কি মানে এই দুটি কথার? সামনেই ১৫ই আগস্ট, চলুন দেখে নিই কি পার্থক্য Hoisting আর Unfurled এর…
১৫ই আগস্ট আমাদের জাতীয় পতাকা গোটানো অবস্থায় পতাকার পোল বা রড এর মাঝামাঝি জায়গায় বাঁধা থাকে, সেখান থেকে তাকে টেনে উপরে তুলে উত্তোলন করা হয়। একে Hoisting(উত্তোলন) বলা হয়। এর মানে এই যে এক সময় আমরা পরাধীন ছিলাম, পতাকা নিচে ছিলো, ইংরেজ দের দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধিনতা লাভ করেছি, তাই পতাকা নিচ থেকে উপরে উঠলো।
২৬শে জনুয়ারি তে কিন্তুু জাতীয় পতাকা গোটানো অবস্থায় একেবারে উপরেই বাঁধা থাকে। দড়ির এক টানে সেই পতাকা খুলে দেওয়া হয় মাত্র। নিচ থেকে টেনে উপরে তোলা হয় না। একে বলে Unfurling(উন্মোচন)। এর মানে এই যে আমরা এখন সার্বভৌম একটা দেশ, আমাদের পতাকা পোলের সবথেকে উপরে থাকবে। এই দিন জাতীয় পতাকা নিচ থেকে উপরে তুললে জাতীয় পতাকার অবমাননা করা হয়।
আরও ব্যাখ্যা ~
পতাকা উত্তোলন এবং উন্মোচন এর পার্থক্য :—————
১৯৪৭ সালের ১৫ অগাস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। ওই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই প্রথা মেনে এখনও ১৫ অগাস্ট তেরঙ্গা পতাকা নীচ থেকে দড়ি টেনে উপরে তোলা হয়। তাই একে পতাকা উত্তোলন বলা হয়।
আর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। ততদিনে ভারতের তেরঙ্গা পতাকা উপরেই উড়ছে। তাই এই দিন আর পতাকা উত্তোলন করা হয় না। পতাকাটি স্তম্ভের উপরেই বাঁধা অবস্থায় থাকে। নিচ থেকে টেনে সেই বাধনের ফাঁস খুলে দেওয়া হয়। তাই এই দিন পতাকা উত্তোলন নয়, পতাকাটি উন্মোচন করা হয়।