শিশু দিবসের দিন পরিবর্তন করা হোক, এই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির বিজপির সভাপতি এবং সাংসদ মনোজ তিওয়ারি।
এদিনের চিঠিতে তিনি লিখেছেন, “শিশু দিবস নভেম্বরের ১৪ তারিখের পরিবর্তে ২৬ ডিসেম্বর পালন করা হোক। কারণ ডিসেম্বরের ২৬ তারিখ এই দিন পালন করলে শিখদের গুরু ‘গুরু গোবিন্দ সিং’য়ের দুই ছেলেকে শ্রদ্ধা জানানো হবে”।
চিঠিতে বিস্তারিতভাবে লিখেছেন, “ভারতের বহু নবীনরাই দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন তবে তাঁদের মধ্যে সাহিবজাদে জোরাওয়ার সিং এবং সাহিবজাদে ফতে সিংয়ের ত্যাগ সবচেয়ে বড়। ১৭০৫ সালের এই দিনে তাঁরা ধর্ম বাঁচাতে তাঁদের জীবন ত্যাগ করেছেন”।
গুরু গোবিন্দ সিং’য়ের দুই ছেলের মৃত্যুদিনকে শিশু দিবস হিসেবে পালন কর হোক এই ভাবনা নিয়েই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মনোজ তিওয়ারি। কারণ এই সিদ্ধান্ত শিশুদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারে।
মনোজ তিওয়ারি লিখেছেন, “আমাদের সন্তানরা গর্বিত বোধ করবে এবং তাঁদের প্রত্যয় বাড়াবে”। বর্তমানে নভেম্বরের ১৪ তারিখ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনই শিশু দিবস হিসেবে পালিত হয়।
দিল্লিতে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন। দিল্লিতে শিখদের জনসংখ্যা অনেক বেশি যা ভোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, মনোজ তিওয়ারি বিজেপির অন্যতম প্রধান মুখ যিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করে থাকেন।