এবার কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে তৈরি হবে মিউজিয়াম। এমনই উদ্যোগ নিলেন ‘কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ জন্য মধ্যপ্রদেশে জমি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নৃশংসতা হয়েছিল তা সারা বিশ্বের কাছে তুলে ধরতেই এই মিউজিয়াম করা হবে বলে জানিয়েছেন বিবেক।
মাত্র ১৩ দিনে ভারতে ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বিবেক পরিচালিত ছবিটি। মধ্যপ্রদেশে তা করমুক্ত করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী চৌহানকে ধন্যবাদ দেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ -এর পরিচালক। একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক আরজি জানান, মধ্যপ্রদেশের মাটিতে গণহত্যা নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হোক। যাতে সারা বিশ্ব দেখতে পারে এমন ঘটনার নৃশংসতা। আর সেটা থেকে শিক্ষা নিতে পারে।
বিবেকের এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সাড়া দেন শিবরাজ সিং চৌহান। মিউজিয়াম তৈরির জন্য পরিচালককে জমি দেওয়ার আশ্বাসও দেন। বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘এত অত্যাচারের পরেও কাশ্মীরি পণ্ডিতরা তাঁদের সন্তানদের কখনও অস্ত্র তুলে নিতে বলেননি। তাঁরা পড়াশোনাকে গুরুত্ব দেন। সেই কারণেই ভারতের অন্যত্র বা বিদেশ যেখানেই তাঁরা গিয়েছেন সফল হয়েছেন।’
শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘ওই মিউজিয়ামের জন্য মধ্যপ্রদেশ সরকার জমি দেবে, অন্য সুবিধাও দেবে। ভোপালে ওই মিউজিয়াম করার জন্য সবরকম সাহায্য করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমি ২০০৮ সালে কাশ্মীরি পণ্ডিতদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি তাঁদের যন্ত্রণা অনুভব করেছি। আমি আশ্বাস দিচ্ছি, মধ্যপ্রদেশ সরকার এখানে ওই মিউজিয়াম করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে।’