সেদিন ইস্টবেঙ্গলের খেলা দেখছিলাম কয়েকদিন আগে l খুব কট্টর সমর্থক ছিলাম একসময় l মনে পড়ে গেল, মনোরঞ্জন ভট্টাচার্য যখন মোহনবাগানে গেলেন খুব দুঃখ পেয়েছিলাম l

কিছুদিন আগে, ইস্টবেঙ্গল ক্লাবের গ্যালারিতে ‘এই পোস্টার দেখার পর থেকে ইস্টবেঙ্গল সমর্থন ছেড়ে দি l কারণ আমরা বাঙালরা জমি পেয়েছি বিনা পয়সায় l অবশ্যই এটা আমাদের অধিকার ছিল l কারণ দেশ আমরা ছেড়েছি রাজনৈতিক কারণে l রাষ্ট্র আমাদের বাসস্থান দিতে বাধ্য ছিল l কিন্তু মিথ্যা বলবো কেন? রক্ত কবে দিলাম?

মোহনবাগান সমর্থক হতে পারিনি l কোন দিন হতে পারবো না l তবে মনোরঞ্জনবাবুর সেই দিন কত দুঃখে দল ছেড়েছিলেন বুঝেছি l ওঁনার দল পরিবর্তন আজ সমর্থন করি l আমি তো সমর্থক ছিলাম? ওঁনার ডাল ভাত আসতো ফুটবল খেলে l ক্লাব যদি কর্পোরেটের মত সংস্কৃতিতে বিশ্বাস করে, খেলোয়াড়েরও অধিকার আছে, কর্পোরেট কর্মীর মত সিদ্ধান্ত নেবার l উনি কেন ঘরের ছেলে হয়ে নিজের পরিবারের প্রতি অবিচার করবেন? দর্শক বা সমর্থকের কাছে খেলা বিনোদন, মনাদার কাছে রুটি রুজি l সেই দিন গ্যালারি থেকে অনেকেই বলেছিল, “মনাদা ইলিশ ছেড়ে চিংড়ি ধরলে শেষ পর্যন্ত? “……. এখন বুঝি, ওনার তো পেনশন বা পিএফ ক্লাব থেকে পাওয়ার ছিল না?

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.