বুধবার ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৮। এন্ট্রি লেভেল সেগমেন্টে কোম্পানির জমি শক্ত করতে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল শাওমি। এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি ৮এ ফোনের পিছনে একটি ক্যামেরা থাকলেও রেডমি ৮ ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে রেডমি ৮। ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজে রেডমি ৮ কিনতে ৭,৯৯৯ টাকা খরচ হবে। ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে রেডমি ৮ কিনতে ৮,৯৯৯ টাকা খরচ হবে। তবে প্রথম ৫০ লক্ষ ফোন ৭,৯৯৯ টাকায় বিক্রি করবে শাওমি। ১২ অক্টোবর ফ্লিপকার্ট আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হবে রেডমি ৮।
রেডমি ৮ ফোনে থাকছে একটি ৬.২২ ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ আর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে রেডমি ৮।
এই ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে শাওমি। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। রেডমি ৮ ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
রেডমি ৮ ফোনে ব্যবহার হয়েছে তুলনামুলক বড় ব্যাটারি। এই ফোনের ভিতরে থাকছে একটি ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। এই সিরিজের ফোনে আগে এত বড় ব্যাটারি ব্যবহার হয়নি। সাথে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট আর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। রুবি রেড, সাফায়ার ব্লু আর অনিক্স ব্ল্যাক রঙে পাওয়া যাবে রেডমি ৮। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রেডমি ৮ ফোনে একসাথে দুটি সিম কার্ড আর একটি মাইক্রো ইউএসবি কার্ড ব্যবহার করা যাবে।