‘হম দো, হমারা দো’, এবার এই নীতি মেনে দুইয়ের বেশি সন্তান নিলে মিলবে না করছাড়। এমনই আইন সংশোধনের প্রস্তাব দিলেন শিবসেনার আনিল দেসাই যিনি বর্তমানে শিবসেনা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। বুধবার রাজ্যসভায় ‘প্রাইভেট বিল’ এনে এমনটাই দাওয়াই এই সাংসদের ।
আর এই প্রস্তাব দেওয়া মাত্রই ফের একবার জল্পনা শুরু হয়েছে জন্মনিয়ন্ত্রণ বিল নিয়ে। তাহলে কি কেন্দ্রীয় সরকারের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এই বিল, আলোচনা সব জায়গায়। বর্তমানে পঞ্চায়েতি রাজ আইনে ‘ জন্মনিয়ন্ত্রণের কথা দ্বিসন্তান নীতির মধ্যে আটকে আছে। কিছু রাজ্যে সুপ্রিম কোর্ট এই দ্বিসন্তান নীতিকে তুলেও ধরেছে ।
তার ফলস্বরুপ দুটির বেশি সন্তানের মা হলে কেউ প্রার্থী হতে পারেন না পঞ্চায়েত নির্বাচনে। এবার সেই আইনকেই সামনে এনে দুটির বেশি সন্তান নিলে শাস্তির নিদান দিলেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার এই সাংসদ। দ্বিসন্তান নীতি নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, অপেক্ষায় সকলে ।