প্রয়াত হলেন অভিনেতা বিজু খোটে। সোমবার সকালে মুম্বাইয়ে নিজের বাসভবনে মারা যান এই মারাঠি অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে হিন্দি সিনে জগতে শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অল্প বয়স থেকেই মারাঠি থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বিজু খোটে। পরে হিন্দি ও মারাঠি ছবির অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর মৃত্যুতে মারাঠি থিয়েটারের বড় ক্ষতি হল।
প্রসঙ্গত, “শোলে’ ছবিতে “কালিয়া”-র চরিত্রে অভিনয়ের জন্যই তাঁকে মনে রাখবে দর্শকরা। মূলত, কৌতুক চরিত্রেই অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন বিজু। সত্তর ও আশির দশকে নানা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। উল্লেখ্য, বিজু খোটের বোন শোভা খোটেও মারাঠি ও হিন্দি সিনেমা জগতের অতি পরিচিত পরিচিত মুখ। প্রায় ৩০০-রও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর ছেলের নান্দু ও মেয়ে দুর্গা খোটে মারাঠি থিয়েটারের সঙ্গে যুক্ত।