এবারে দিল্লি পুলিশকে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে বিশেষভাবে সতর্ক করল গোয়েন্দারা। তারা জানিয়েছে, লস্কর কিংবা জইশ-ই-মহম্মদের জঙ্গিরা হামলা চালাতে পারে লালকেল্লায়। বলা হয়েছে, প্যারাগ্লাইডিং করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণে লালকেল্লার প্রবেশ পথ ও অন্যান্য সড়কপথগুলি নিরাপত্তার বলয় যেন আরও জোরদার হয়।
লালকেল্লায় হামলা চালানোর আশঙ্কা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি ১০ পাতার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে লালকেল্লায় ঢোকার মুখে সমস্ত সড়কপথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। শুধু তাই নয়, জঙ্গিরা লালকেল্লায় হামলা চালাতে পারে প্যারাগ্লাইডিং করে। সেই কারণে সীমান্তরক্ষী বাহিনীদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
১০ পাতার ওই রিপোর্টে পাকিস্তানের আইএসআই যোগের কথাও আলাদা করে জানানো হয়েছে। এই সবকিছুর পাশাপাশি গোয়েন্দারা অন্যান্য রাজ্যকেও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।
2022-08-04