আর্থিক সংকট ধীরে ধীরে আরও প্রকট হচ্ছে শ্রীলঙ্কায়। যার জেরে এবার বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির কাছেও। শয়ে শয়ে মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন প্রেসিডেন্ট লাগাতোয়ার বাড়ির সামনে। যার পরে ঘোষিত হয় জরুরি অবস্থা ও দেশ চলে যায় সেনা শাসনের অধীনে।
সূত্রের খবর অনুযায়ী, এই জরুরী অবস্থা সোমবার পর্যন্ত শ্রীলঙ্কায় কার্যকরী থাকবে। এই জরুরী ব্যবস্থা কার্যকরী থাকার কারণে, কোনো প্রয়োজন ছাড়া বাইরে কেউ বেরোতে পারবে এবং কাউকে যদি দেখতে পাওয়া যায় কোনো বিচার ছাড়াই সেনা সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে ও দীর্ঘ সময় পর্যন্ত বন্দিও করতে পারবে।
অপরদিকে, ওই দেশে বন্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব প্রভৃতির ব্যবহারে পড়ে গেছে সরকারি তালা। এই প্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে যে, এই আবহে কোনো রকমের ভুয়ো খবর যাতে না ছড়ায়, সেইজন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
2022-04-05