জমি জেহাদের অভিযোগ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে: হিন্দুদের জমিতে কেন হজ হাউস, কেন ওয়াকফের জমিতে নয়?

দিল্লির দ্বারকায় হিন্দু বসতির মধ্যে জোর করে মুসলিমদের জন্য হজ হাউস(Haj House) খোলার অনুমতি দেয়ার অভিযোগ উঠলো দিল্লির আপ সরকারের বিরুদ্ধে।

দ্বারকার সেক্টর ২২ (Sector 22) তে হজ হাউস করার পরিকল্পনা নিয়েছে আপ সরকার (AAP Government), আর সেখানেই আপত্তি হিন্দুদের। তাঁদের বক্তব্য এই এলাকাতে হজ হাউসের বদলে তো কোনো হাসপাতাল করাই যেত , আর এমনিতেই দ্বারকা র সেক্টর ২২ তে মুসলিম জনসংখ্যা এতটাও নয় যে সেখানে হজ হাউস করতে হবে।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে জমি জেহাদের অভিযোগ এনেছে। এক সাংবাদিক সম্মেলনে ভিএইচপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন কেরিয়াল সরকার মুসলিমদের খুশি করার জন্য হিন্দু জমিতে হজ হাউসে নির্মাণ করতে চাইছে, কিন্তু ভিএইচপি তা কোনোমতেই হতে দেবে না।

তবে হজ হাউস এর প্রথম পরিকল্পনা করে কংগ্রেস ২০০৮ সালে।
সেই সময় দিল্লীর মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত। পাঁচ হাজার বর্গ মিটার এলাকাতে গড়ে তোলার প্ল্যান হয় হজ হাউস, কিন্তু কোনো কারণে সেটা হয়ে উঠেনি।

কিন্তু কেজরিওয়াল সরকার(Kejriwal Government) আবার এই হজ হাউস আবার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এবং এর জন্য বরাদ্দ হয়েছে ৯৪ কোটি টাকা।

https://twitter.com/HimalayanMonkk/status/1424435327402340352?s=19

অল দ্বারকা রেসিডেন্টস ফেডারেশন (All Dwarka Resident ‘s Federation) এর তরফে অজিত স্বামী (Ajit Swami) জানান , ” এই এলাকার পাশেই এমনিতেই একটা মসজিদ আছে , তাই হজ হাউস করার পরিকল্পনার কোন মানেই হয়না। আর যদি সেটা একান্তই করতে হয় তাহলে সেটা ওয়াকফ বোর্ড(Waqf Board) এর জমিতে হোক , সাধারণ মানুষের জমি নিয়ে কেন করা হবে?মুসলিম তোষণ ও এরই সাথে হিন্দুদের বিব্রত ও সর্বনাশ করার এক জ্বলন্ত উদাহরণ মানুষের সামনে নিয়ে আসছে দিল্লির আপ সরকার।”

এই মর্মে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ সমাবেশও পুলিশ বেশ কিছু বিক্ষোভকারী কে গ্রেফতারও করেছে।
দ্বারকার হিন্দুদের তরফে অবশ্য ইতিমধ্যেই দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর(Lt Governor)অনিল বাইজাল (Anil Baijal) এর কাছে লিখিত আর্জি পাঠানো হয়েছে গোটা ব্যাপারটা নিয়ে ভেবে দেখবার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.