কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এক শিশু দেশাত্মবোধক গান শোনাচ্ছে। এবারে সেই ভিডিওর বিকৃতি রূপ দিয়ে টুইটারে পোস্ট করলেন কৌতুক শিল্পী কুণাল কামরা। জানা গেছে, ভিডিও’র বিকৃত রূপ করার কারণে কুণাল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের রোষে পড়েছেন। ভিডিও পোস্ট করার কারণে কমিশন, দ্রুত টুইটার থেকে বিকৃত ভিডিওটি সরিয়ে ফেলার জন্য দাবি জানিয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনের কাছে একটি অভিযোগও জমা পড়েছে, কুণালের পোস্ট করা ভিডিওকে ঘিরে। প্রসঙ্গত, শিশুটির গাওয়া গান ছিল ‘হে জন্মভূমি ভারত’। সেই গানের পরিবর্তে কুণাল কামরা ব্যবহার করেছেন, পিপলি লাইভ ছবির গান ‘মেহেঙ্গায়ি ডায়ন খায়ে জাত হ্যায়’। পরিষ্কার বোঝা গিয়েছে, কৌতুক শিল্পী আসলে মোদী সরকারের আমলে মূল্যবৃদ্ধির বিষয়টিকে বিদ্রুপ করে তুলে ধরেছেন, ওই বিকৃত ভিডিওর মাধ্যমে। ওদিকে, ওই শিশুটির বাবা গণেশ পল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, তিনি আগামী দিনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কৌতুক শিল্পী কুণালের বিরুদ্ধে।
এই প্রসঙ্গে গণেশবাবু জানিয়েছেন, ‘আমি আমার ছেলেকে এসব থেকে দূরে রাখতে চাই। আমার ছেলে তো এসব ফেসবুক, টুইটার জানে না। ও নিজের মাতৃভূমির উদ্দেশে দেশাত্মবোধক গান গাইছিল। আর সেটা নিয়েই সস্তা রাজনীতি হচ্ছে। আমার ছেলে খুবই ছোট। কিন্তু সেও আপনার থেকে এই দেশটাকে বেশি ভালবাসে মিস্টার কামরা না কাচরা কী আপনার নাম! দয়া করে আমার ছোট্ট ছেলেটিকে এই সস্তা রাজনীতি থেকে দূরে রাখুন।”
2022-05-07