কলকাতার রাস্তা এখন পুলিসকর্মীদের জন্যও নিরাপদ নয়। রাস্তায় চলছে দেদার অপরাধ। এবার পুলিসকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা উঠে এল খাস কলকাতার রাস্তায়।
শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ শিয়ালদহের কোলে মার্কেটে কর্তব্যরত অবস্থায় ছিলেন আতিউর রহমান। মুচিপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত তিনি। ডিউটিতে থাকাকালীন তিনি এক বাইক আরোহীকে আটকিয়ে গাড়ির কাগজ দেখতে চান। এরপরই বচসা বাধে তাদের মধ্যে। আতিউর তাঁর ডিউটি রক্ষা করার জন্য মহম্মদ জাভেদ নামক ওই বাইক আরোহীকে জোর করতে থাকেন। এরপরই গাড়ি থেকে নেমে হঠাৎ একটি ছুরি বার করে ওই কনস্টেবলকে তাড়া করে সে। ওই মুহুর্তে মদ্যপ অবস্থায় ছিল জাভেদ। প্রাণে বাঁচতে দৌড়ান ওই পুলিসকর্মী। আর তাঁর পেছনে ছুরি নিয়ে ছুটতে থাকে জাভেদ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিসকর্মীকে বাঁচানোর জন্য ছুটে যান আশেপাশের দোকানদাররা। কিন্তু তাও তাঁরা অঘটনের হাত থেকে বাঁচাতে পারেননি তাঁকে। ওই পুলিসকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই মদ্যপ ব্যক্তি।
ওই এলাকার এক ব্যবসায়ীর কথায়, ‘সকলে মিলে পুলিশ কর্মীকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। ভরা বাজারে এরকম হতে পারে ভাবতেই পারা যাচ্ছে না।’
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদহের কোলে মার্কেট এলাকায়। এই মুহূর্তে ওই পুলিসকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।