সম্প্রতি হিজাব বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটক। মামলা গড়ায় আদালতে। শেষমেশ কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজে নিষিদ্ধ করা হয় হিজাব। এবার পোশাক বিধি নিয়ে ফতোয়া জারি হল মমতার বাংলাতেও। বলা হল, টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে কলেজে আসা যাবে না। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ। জানানো হয়েছে, টর্ন জিনস পরে এলে টিসি দিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র কলেজ পড়ুয়াই নয়, কলেজের কর্মীদের জন্যও জারি হয়েছে একই নির্দেশিকা। কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
কেন এই ‘ফতোয়া’? বলা হয়েছে টর্ন জিনস বা ছেঁড়া ফাটা পোশাক ভদ্র, রুচিসম্মত নয়। তাই পরা যাবে না। শুধু তাই নয়, এরকম পোশাক পরে এলে টিসি দেওয়া হবে পড়ুয়াদের, এমন নির্দেশও দেওয়া হয়েছে। কী কারণে এরকম একটি নির্দেশিকা দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়।
খাস কলকাতায় এমন নির্দেশিকা কার্যত নজিরবিহীন। সম্প্রতি নজরে এসেছে কর্ণাটকের হিজাব বিতর্ক। যে বিতর্কের আঁচ পৌঁছেছিল গোটা দেশে। হিজাব পরে যাওয়ায় কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি একদল পড়ুয়াকে, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। পরে সেই বিতর্ক নিয়ে মামলা হয় কর্নাটক হাইকোর্টে। এমন পোশাকের ফতোয়া দেশের বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে আগে। এবার দেখা গেল বাংলাতেও।