সীমান্ত পেরিয়ে গরু পাচার ও চোরাচালান তো ছিলই। এবার এক ভারতীয় চাষীর ভুট্টা খেত পুড়িয়ে দিলো বাংলাদেশিরা। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা-১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাতগ্রাম-মানাবাড়ি এলাকায়। এই গ্রামটি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা।
জানা গিয়েছে, ওই গ্রামের অনেকেরই জমি রয়েছে কাঁটাতারের ওপারে। সীমান্তে পরিচয়পত্র জমা দিয়ে ভারতীয় চাষীরা নিজেদের জমিতে চাষ করতে ও ফসল কাটতে যান। কিন্তু লক ডাউন হওয়ায় চাষের জমি ও ফসলের দেখাশোনা করার কাজে যেতে পারছিলেন না অনেক চাষী। লক ডাউন একটু শিথিল হওয়ায় গতকাল ৫ই জুন, শুক্রবার জমিতে গিয়ে চাষী দেখেন তাঁর ভুট্টা খেত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই চাষী পরেশ বর্মণ জানিয়েছেন, দুই বিঘা জমিতে তিনি ভুট্টা চাষ করেছিলেন। লক ডাউনের আগে অর্ধেক ফসল ঘরে এনেছিলেন। কিন্তু এখন দেখেন যে বাকি ফসল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভুট্টা খেতের এই অবস্থা দেখে ওই চাষীর বর্তমানে মাথায় হাত। এমনিতেই লক ডাউনে ফসলের দাম তেমন পাচ্ছেন না চাষীরা। তারওপর এমন ঘটনায় ভেঙে পড়েছেন ওই চাষী। হতাশ ওই চাষী ঘটনার কথা বিএসএফ এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানিয়েছেন। ঘটনার কথা পৌঁছেছে এলাকার বিধায়ক হিতেন বর্মণের কানে। তিনি ওই চাষীকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।