রবিবার দুপুর থেকে গলা ব্যথা ও জ্বরের উপসর্গ দেখা গেছে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। অসুস্থতা বোধ করায় ইতিমধ্যেই হোম আইসোলেশন গেছেন তিনি। জানা গেছে মঙ্গলবার সকালে তার করোনা ভাইরাসের পরীক্ষা হবে। এমনিতেই দিল্লির মুখ্যমন্ত্রী ডায়াবেটিসের রোগী। নিয়মিত ইনসুলিন নেন। সর্দি কাশিরও ধাত রয়েছে তার।
আইসোলেশনে যাওয়ার কারণে কেজরিওয়াল সমস্ত ধরনের সরকারি বৈঠক বাতিল করে দিয়েছেন। এখনোও পর্যন্ত দিল্লিতে মোট ২৮ হাজার ৯৩৬ জন করণা আক্রান্ত। করোনায় মৃত্যু হয়েছে দিল্লিতে ৮১২ জনের।
ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমনের সংখ্যা আড়াই লাখের গন্ডি পেরিয়ে গেছে। সুস্থ হয়েছেন তার মধ্যে ১ লক্ষ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ৭১৩৫ জনের।
এদিকে এক সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার দিল্লির সীমানা খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে রবিবার একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারের অধীনস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে শুধুমাত্র দিল্লির নাগরিকদের জন্য সংরক্ষণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দিল্লি সরকারের হাতে যে ১০ হাজার বেড রয়েছে তা স্থানীয়দের জন্যই সংরক্ষিত থাকলো। তবে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত বেড রয়েছে সেগুলি সকলের জন্যই থাকছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে হারে আক্রান্তের সংখ্যা দিল্লিতে বাড়ছে তাতে জুনের শেষ নাগাদ ১৫০০০ বেড প্রয়োজন হতে পারে। পাঁচ জন চিকিৎসককে নিয়ে গঠিত কমিটির সুপারিশেই দিল্লির সরকার এই সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। যদিও তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।