মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতায় প্রথম হবেন কেজরিওয়াল : অমিত শাহ

দেশে যদি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা হয়, তাহলে সেই প্রতিযোগিতায় অরবিন্দ কেজিরওয়াল অবশ্যই প্রথম হবেন। বৃহস্পতিবার দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লির মাতিয়ালায় নির্বাচনী জনসভা করেছেন অমিত শাহ। নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, ‘আমি মনে করাতে এসেছি যে, কেজরিওয়ালজি আপনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনওটাই পূরণ করেননি। দিল্লির মানুষ তা ভোলেননি…আন্না হাজারের সাহায্যেই আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু লোকপালের জন্য আইন আনেননি, মোদীজি যখন আইন আনলেন তখন বাস্তবায়ন করলেন না।’ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘দেশে যদি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা হয়, তাহলে সেই প্রতিযোগিতায় কেজিরওয়াল অবশ্যই প্রথম হবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বিগত “৪.৫ বছর ধরে কেজরিওয়ালজি বলে আসছেন মোদীজি তাঁকে কাজ করতেই দেননি, সেই কারণেই নাকি দিল্লিতে উন্নয়নমূলক কাজ করতে পারেননি। আর এখন তিনি বলছেন, তিনিই নাকি ৫ বছর ধরে দিল্লিতে উন্নয়ন করেছেন তাই ‘লাগে রহো কেজরিওয়াল’।” শুধুমাত্র কেজরিওয়াল নন, এদিন রাহুল গান্ধী এবং কংগ্রেসকেও আক্রমণ করেছেন অমিত শাহ। রাহুল গান্ধীকে আক্রমণ করে অমিত শাহের খোঁচা, ‘রাহুল বাবা এন্ড কোম্পানি প্রস্তুত ছিল, তাঁরা তৎক্ষণাৎ বিরোধিতা করেছিল এবং বলেছিল অনুচ্ছেদ ৩৭০ রদ করবেন না, এর ফলে রক্তবন্যা বইবে, কিন্তু একটিও গুলি চলেনি। এখন জম্মু ও কাশ্মীর সম্পূর্ণরূপে ভারতের অংশ।’জনসভায় বক্তব্য শেষে এদিন সন্ধ্যায় দিল্লির উত্তম নগরে রোড শো করেন অমিত শাহ। দিল্লি বিধানসভা নির্বাচনে উত্তম নগর বিধানসভা আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কিশান গেহলটকে। বিজেপি প্রার্থীর সমর্থনেই এদিন রোড শো করেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.