দিল্লিতে মাস্ক না পরলেই ২ হাজার টাকা জরিমানা : কেজরিওয়াল

দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। সঙ্গে দোসর বায়ুদূষণ। একথায় বেসামাল রাজধানী। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, দিল্লিতে জনপরিসরে মাস্ক না পরলেই ২ হাজার টাকা জরিমানা করা হবে। আগে মাস্ক না পরলে জরিমানা করা হত ৫০০ টাকা। দিল্লিতে বুধবার সারাদিনে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৭,৪৮৬ জন এবং ওই সময়ে মৃত্যু হয়েছে ১৩১ জনের। করোনার প্রকোপ ভাবিয়ে তুলছে দিল্লিবাসীকে। তাই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে জনপরিসরে যদি কেউ মাস্ক না পরেন, তাহলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হবে।


রাজধানীতে করোনা-পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই সর্বদলীয় বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। ওই বৈঠক শেষ সাংবাদিক সম্মেলন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘করোনা-সংক্রমণ বাড়ছে, এই সময়টা দিল্লির জনগণের জন্য কঠিন সময়, উদ্বেগ প্রকাশ করেছে সমস্ত দল। এটা রাজনীতি করার সময় নয়। রাজনীতি করার জন্য গোটা জীবন পড়ে রয়েছে। কিছু দিনের জন্য রাজনীতিকে দূরে সরিয়ে, জনগণকে বাঁচাতে হবে আমাদের। সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এ বিষয়ে সমস্ত দল সহমত হয়েছে।’
ছট পুজো প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, ‘আমরা চাই আমাদের ভাই-বোনেরা খুব ভালোভাবে যেন ছট পুজো উদযাপন করতে পারেন। উদযাপন করুন, কিন্তু একসঙ্গে যদি ২০০-রও বেশি মানুষ জলাশয়ে পৌঁছন, যদি তাঁদের মধ্যে কেউ একজন করোনা সংক্রমিত হন তাহলে সবাই আক্রান্ত হয়ে যাবেন। এমনটাই বিশেষজ্ঞদের মত। আপনারাই ভাবুন কতটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়বে করোনা। উদযাপন নিষিদ্ধ হচ্ছে না, পুকুর অথবা জলাশয়ে একসঙ্গে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এবার না-হয় বাড়িতেই উদযাপন করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.