আবারও চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা হড়পে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আরও অন্যান্য অভিযোগের মতোই এক্ষেত্রেও চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, কিন্তু চাকরি দেওয়া হয়নি। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শাসকদল ও বিরোধীদলের তুমুল তরজা।
ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর থানার ডুমুরিয়া এলাকায়। এই এলাকারই প্রভাবশালী নেতা তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৭ লক্ষ টাকা কাটমানি নিয়েছে তৈমুর রহমান।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, এই এলাকায় বসবাসকারী দুই যুবক কৃষ্ণ মহালদার এবং তাঁর ভাই বিষ্ণু মহালদার নিজেদের শেষ সম্বল বিক্রি করে কোনোরকমে তৈমুর রহমানের কাছে জমা দিয়েছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁরা চাকরিও পাননি। পাল্টা তাঁরা টাকা ফেরত চাইতে গেলে তৈমুর না দিয়ে উল্টে প্রাণনাশের হুমকি দেন। যদিও, তৈমুরের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
2022-04-27