জুম্মার প্রার্থনা শেষে কাশ্মীরের জামিয়া মসজিদে উঠল ‘আজাদি’ স্লোগান, তুঙ্গে বিতর্ক

কাশ্মীরের জামিয়া মসজিদে ফের উঠল ‘আজাদি’ স্লোগান। শুক্রবার নমাজের পর এই স্লোগান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই জামিয়া মসজিদের সেই ভিডিও। নয়ের দশকে এভাবেই মসজিদ থেকেই স্লোগান দিয়ে স্থানীয় হিন্দুদের ঘরছাড়া করা হয় বলে অভিযোগ। এদিন ফের সেই স্মৃতি ফিরে এল।

করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল জামিয়া মসজিদ। গত মাসেই ফের তা খুলে দেওয়া হয়। আর মাস ঘুরতে না ঘুরতেই ফের সেখান থেকে উঠল ‘আজাদি’ স্লোগান। কিন্তু ধর্মীয় স্থানে আজাদির স্লোগান কেন দেওয়া হল, সেই প্রশ্ন তুলছেন উপত্যকার অমুসলিম বাসিন্দারা। তাঁদের দাবি, ‘এ থেকে বোঝা যায় মসজিদগুলো শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, সেখানে আরও অনেক কিছুই হয়’।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জুম্মার নমাজ পড়তে বিপুল সংখ্যক মুসলিম জড়ো হয়েছেন মসজিদে। নমাজ শেষে তাঁরা ‘আল্লাহু আকবর’, ‘নারা-এও তকবির’ স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তা বদলে যায় ‘আজাদি’ স্লোগানে। কয়েকজন যুবক বিক্ষোভও দেখান। তবে কিছুক্ষণের মধ্যেই সে সব মিটেও যায়। ভাইরাল এই ভিডিও দেখে আতঙ্কে রয়েছেন উপত্যকার হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মের মানুষরা।

উল্লেখ্য, কাশ্মীরের অন্যতম বড় মসজিদ হল জামা মসজিদ। যা বছরের পর বছর ধরে কাশ্মীর উপত্যকার একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকেছে। আগে হুরিয়ত নেতা মিরওয়েজ উমর ফারুখ সেখানে সাপ্তাহিক ধর্মীয় ভাষণ দিতেন। তবে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.