কাশ্মীরি পণ্ডিতদের নিজভূমে পরবাসী করা এবং কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ নিয়ে কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার ‘শিকারা’। কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার অপেক্ষা উপত্যকার পণ্ডিত পরিবারের সঙ্গে কাশ্মীরি মুসলিম পরিবারের ছেলে-মেয়ের প্রেমকাহিনীর উপর বেশি গুরুত্ব আরোপ করায় দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়নি ‘শিকারা’। এবার ফের কাশ্মীরি পণ্ডিতদের মত বিতর্কিত বিষয় নিয়ে ছবি বানাতে ছলেছেন আরেক বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী ।
ইতিমধ্যেই বিবেকের ‘দ্য তাসখন্দ ফাইলস’ এবং ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’ অন্যরকম ঘরানার ‘পলিটিক্যালি ইনকারেক্ট’ সিনেমা হিসেবে যথেষ্ট সাড়া ফেলেছে। তাই ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে ।
ইতিমধ্যে ছবিটির ফাইনাল ড্রাফটও বানিয়ে ফেলেছেন বলিউডের এই নতুন ঘরানার পথপ্রদর্শক পরিচালক। আগামী ১৫ই আগস্ট ছবিটির মুক্তির দিন ঠিক হয়েছে বলে জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী ।
‘শিকারা’ রিলিজ করার আগে তা নিয়ে প্রথমে যথেষ্ট আশাবাদী ছিলেন দর্শকমহল। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এর পূর্বে কোনো বড় ব্যানারের ছবি হয়নি বলে আশার মাত্রা ছিল একটু বেশিই। কিন্তু তথাকথিত বলিউডি ছবির মত তাকেও ‘রাজনৈতিক’ভাবে তাকে সঠিক বানানোর অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। এবার ‘কাশ্মীর ফাইলস নিয়ে তাই একটু বেশিই আশাবাদী দর্শকরা ।