দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার কাশ্মীরের রাজনীতিক শাহ ফয়জল। জানা গিয়েছে, বিদেশ যাওয়ার চেষ্টা করার আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শেষ পাওয়া খবর, পুলিশ ইতিমধ্যেই দিল্লি থেকে শ্রীনগরে নিয়ে গিয়েছে ফয়জলকে।
পুলিশের দাবি তিনি ইস্তানবুলে যাচ্ছিলেন।
গত জুলাই মাসেই একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়ান ফয়জল। দক্ষিণ এশিয়ায় ধর্ষণের বাড়বাড়ন্ত নিয়ে ব্যাঙ্গ করে টুইট করেন তিনি। এর পরে জম্মু-কাশ্মীরের ২০১১ ব্যাচের অফিসার ফয়জলের বিরুদ্ধে সরকারি নীতির সমালোচনার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ওঠে।
৩৫ বছরের শাহ ফইজল সিভিল সার্ভিসের পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করা জম্মু-কাশ্মীরের একমাত্র আইএএস অফিসার।
বিভিন্ন সময়ে নানা মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। গত এপ্রিলে কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ, সেই সময় তিনি টুইট করে দক্ষিণ এশিয়াকে ‘রেপিস্তান’ বলে মন্তব্য করেন।