ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতরা স্বাগত জানালেন কেন্দ্রের সোমবারের ঐতিহাসিক সিদ্ধান্তকে। উল্লেখ্য, এদিন রদ হয় জম্মু-কাশ্মীরের বিশেষ ৩৭০ ধারা। যা নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশজুড়ে। কিন্তু খুশি হয়েছেন ভূস্বর্গের হিন্দু পণ্ডিতরা। তাঁঁরা আশা করছেন, এর ফলে হয়তো আগামী দিনে তাঁরা ফের নিজেদের ঘরে ফিরতে পারবেন।
কাশ্মীরি পণ্ডিতদের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্ত যেমন ঐতিহাসিক, তেমনি সরকার চারিত্রিক বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন।
কাশ্মীর বিচার মঞ্চের দাবি, এই সিদ্ধান্ত উপত্যকার জন্য শুভ। এতে জম্মু কাশ্মীরের অর্থনীতির উন্নতি হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তির দাপট মারাত্মক আকার ধারণ করে। যার ফলে ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হন জম্মু-কাশ্মীরের হিন্দু কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়। ফলতঃ আজকের সিদ্ধান্তে তাঁরা যারপরনাই আনন্দিত তাঁরা।
এদিকে ১৯৮৯ সালে তাঁদের সম্প্রদায়ের যত মানুষ খুন হন তার বিচার চেয়ে এবার একটি সিট গঠনের দাবি তুললেন কাশ্মীরি পণ্ডিতরা।