হিন্দু ধর্ম নিয়ে নোংরা মন্তব্য করাই কি ফ্যাশন? সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সনাতন ধর্মকে টার্গেত করে কুরুচিকর পোস্ট করা হয়। তবে এবার তেমন করে ছাড় পেলেন না এক অধ্যাপক। ঘাড়ধাক্কা দিয়ে তাঁকে তাড়িয়েছে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ।
কাশী বিদ্যাপীঠে পলিটিক্যাল সায়েন্স-এর অতিথি অধ্যাপক ছিলেন মিথিলেশ গৌতম। ২৮ সেপ্টেম্বর নবরাত্রি নিয়ে একটি পোস্ট করেন তিনি। সেই পোস্টে হিন্দু ধর্ম ত্যাগ করায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে।
ফেসবুক পোস্টে মিথিলেশ লিখেছেন, ‘নবরাত্রির নয় দিন উপবাস না করে মহিলাদের উচিত এই নয় দিন ভারতীয় সংবিধান এবং হিন্দু কোড বিল পড়া। এতে ওদের জীবন ভয় ও দাসত্ব থেকে মুক্ত হবে। জয় ভীম।’
এই পোস্ট নজরে পড়তেই রে রে করে ওঠেন নেটিজেনরা। অনেক ছাত্রছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারপরই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ সুনিতা পান্ডে নির্দেশিকা জারি করে ওই অধ্যাপককে বরখাস্ত করেন। সেই সঙ্গে ওই নির্দেশিকায় ওই অধ্যাপকের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।