কর্নাটকের পুলিশ তাঁদের ঢুকতে দেয়নি। তাই অ্যাম্বুলেন্সেই প্রসব হল এক বিহারী প্রসূতির। তাঁরা ম্যাঙ্গালুরুর হাসপাতালে যাচ্ছিলেন। তাঁর ডাক্তার থাকেন ম্যাঙ্গালুরুতে। লকডাউনের জন্য রাজ্যের সীমান্ত বন্ধ। তালাপাডিতে পুলিশ তাঁদের বলে, গাড়ি, এমনকী কেরল থেকে আসা অ্যাম্বুলেন্সকেও তারা ঢুকতে দেবে না। গাড়ি ঘুরিয়ে কাসারগোড় হাসাপাতালে নিয়ে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সেই প্রসববেদনা ওঠে। মা ও সদ্যোজাত কন্যাসন্তান ভালো আছে বলে জানা গিয়েছে। পাটনার গৌরীদেবী আর তাঁর স্বামী কাজ করেন কেরলের এক প্লাইউড কারখানায়। সেখানেই সবথেকে বেশি করোনাভাইরাসের খবর এসেছে। স্থানীয়দের অভিযোগ, নানারকম গুরুতর রোগের চিকিৎসার জন্য ম্যাঙ্গালুরুই তাঁদের ভরসা। কিন্তু যেতে দেওয়া হচ্ছে না তাঁদেরও। এনিয়ে প্রধানমন্ত্রী কাছে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
2020-03-28