নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য উগ্রবাদী মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) কাছ থেকে টাকা নিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibbal)। একটি বেসরকারি চ্যানেলের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সংবাদ চ্যানেলটি জানিয়েছে এর জন্য কপিল সিব্বল পেয়েছন ৭৭ লাখ টাকা।ইন্দিরা জয়সিংহ পেয়েছেন ৪ লাখ টাকা। প্রতিবেদন অনুযায়ী সারা দেশে এর জন্য ২৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এর মধ্যে ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন –এর নামে যারা পিএফআই এর সঙ্গে যুক্ত।
এছাড়াও পিএফ আই ৩৭ টি অ্যাকাউন্ট খুলেছে যেগুলি ১৭ জন বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নামে নথিভুক্ত।জানা গিয়েছে এই ৭৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তদন্ত চালিয়ে পিএফআই এর বিরুদ্ধে প্রচুর তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। রিপোর্টটি আরও জানিয়েছে যে দিল্লির শাহীনবাগে পিএফআই ৯টি অফিস খুলেছে নাগরিকত্ব আইন বিরোধী যে আন্দোলন সেখানে চলছে সেই আন্দোলনকে টাকা যুগিয়ে চাঙ্গা রাখার জন্য।Spread the love