কানপুর এনকাউন্টার : বিবেক দুবের উপর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা

উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কুখ্যাত অপরাধী হিস্ট্রি শিটার বিবেক দুবে-র (Bibek Dube) উপর পুরস্কারমূল্য বাড়িয়ে দিল উত্তর প্রদেশ পুলিশ। কুখ্যাত অপরাধী বিবেক দুবে সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার উত্তর প্রদেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর দফতর থেকে জানানো হয়েছে, হিস্ট্রি শিটার বিবেক দুবে সম্পর্কে কেউ যদি তথ্য প্রদান করেন, তাঁকে ২.৫ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।


বৃহস্পতিবার গভীর রাত থেকে সোমবার সকাল, এখনও নিখোঁজ বিবেক। বৃহস্পতিবার রাতে কানপুরের বিকারু গ্রামে পুলিশের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই একেবারে বেপাত্তা বিকাশ ও তার দলবল। ওই ঘটনায় এক ডেপুটি পুলিশ সুপার, তিন সাব-ইনস্পেক্টর, চার কনস্টেবল-সহ আট পুলিশকর্মীকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে। বিকাশকে পাকড়াও করতে নামানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চালাচ্ছে ২৫টিরও বেশি পুলিশের দল। ইতিমধ্যেই একশোরও বেশি জায়গা তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশ জুড়ে তল্লাশি তো চলছেই, বিকাশের খোঁজে নেপাল সীমান্তেও পৌঁছে গিয়েছে পুলিশ। অভিযান চালানো হচ্ছে অন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকাতেও। ঘেঁটে দেখা হয়েছে পাঁচশোরও বেশি মোবাইলের তথ্য। অবশেষে ১ লক্ষ থেকে বাড়িয়ে বিকাশের সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা করা হয়েছে। বিকাশের বিরুদ্ধে ৬০টিরও বেশি অপরাধমূলক মামলা ঝুলছে। খুন, অপহরণ, দাঙ্গা বাধানো— সবেতেই জড়িয়েছে তার নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.